কুকুর আতংকে পবিপ্রবির শিক্ষার্থী ও দুমকী উপজেলার সাধারণ জনগণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, পবিপ্রবি জুলাই ২৪, ২০২২, ০৪:০২ পিএম

পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে ১ ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে শিশু, শিক্ষার্থী, শিক্ষকসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল তারা এই দুর্ঘটনার শিকার হন। আহত ব্যক্তিরা পটুয়াখালী জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত ব্যক্তিদের অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে গেলে সেখানে কোনো টিকা পাননি। তাই বাধ্য হয়ে অন্য হাসপাতালে গিয়ে টিকা নিতে হয়েছে।

আহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের মধ্যে একটি কুকুর সামনে থেকে গিয়ে পিছন থেকে তাদেরকে আক্রমণ করেছে। আহতদের ৪ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ১ জন শিক্ষক এবং ১ জন শিশু ছিলো। এতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কুকুরটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দুমকি উপজেলার ২০ জন আহত হয়েছে কুকুরের কামরে।

কুকুরের কামড়ে আহত খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী তৃষা বলেন, আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে গিয়ে টিকা পাইনি। বাধ্য হয়ে বাইরে থেকে চিকিৎসা নিতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে জরুরি ওষুধ, ইনজেকশন এবং বিভিন্ন জরুরি টিকাগুলো থাকা প্রয়োজন ছিলো।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান এটিএম নাসির উদ্দিন বলেন, টিকার মেয়াদ উর্ত্তীণ হয়ে নষ্ট হয়ে যায়। যার কারনে এই টিকা রাখা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। তবে রোগীদের যথাসময়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং পটুয়াখালীতে রেফার করা হয়েছে বলে দাবি তাঁর।

সাব্বির হোসেন/এমবুইউ