ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইবি জুলাই ২৩, ২০২২, ০৩:৩৫ পিএম

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির ইবি শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সহকারী প্রক্টর মো: শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুম ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ওয়াসিম। এসময় সংগঠনটির নেতাকর্মীরাসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু তালাহা আকাশ।

আলোচনা সভা শেষে ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করে সংগঠনটি।

সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সহকারী প্রক্টর মো: শরিফুল ইসলাম বলেন, লেখনী শক্তির মাধ্যমে মানুষ নিজেকে এবং সমাজকে বিশ্লেষণ করতে পারে। তাই যারা লেখনীটাকে ধরে রাখতে পারে তাদের অসৎ পথে যাওয়ার সম্ভাবনা থাকে না। সমাজে লেখকের অনেক শত্রু থাকে। এছাড়া অনেক লেখার পরও সেগুলো প্রকাশিত নাও হতে পারে। এগুলো নিয়ে দুশ্চিন্তা না করে সামনে এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করছে দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি।

এম বি রিয়াদ/এমবুইউ