ঢাবিতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০২২, ০৩:২৮ পিএম

ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে পলাশ আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

রোববার (২৯ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম।

জানা গেছে, দুপুরে হলের পুকুরে গোসলে করতে নেমে ডুবে যান পলাশ। ২৫ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসার আগেই বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ২৫ মিনিটে পলাশ মারা যান।

জহুরুল হক হলের শিক্ষার্থী মাহমুদুল হাসান তিতাস জানান, ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নামেন পলাশ৷ পুকুরে দীর্ঘক্ষণ সাঁতার কাটেন তিনি। পুকুরের এক পার থেকে ঘাটের কাছাকাছি আসার পর তার শরীর দুর্বল হয়ে যায়। তারপর তিনি পানিতে তলিয়ে যান। কয়েক মিনিট পরও না উঠলে বন্ধুরা তাকে খুঁজতে থাকে। তারপর উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

জহুরুল হক হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রহিম বলেন, ‘হলের পুকুরে এক শিক্ষার্থী গোসলে নেমে ডুবে যায়। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

এমবুইউ