নোয়াখালীঃ সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের নিহতের ঘটনায় ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।
আজ (৫ এপ্রিল) নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে নিহত অজয়ের মা পাপিয়া রাণী দাসের হাতে এ চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।
এসময় উপাচার্য শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও নিহত অজয় মজুমদারের আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, নিহত অজয় মজুমদার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত
৭ ডিসেম্বর ২০২১ নোয়াখালী জেলার সদর উপজেলায় সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় অজয় মজুমদারের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়।
এস আহমেদ ফাহিম/এমএম