পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ২৭ মার্চ

পবিপ্রবি প্রতিনিধি মার্চ ১৮, ২০২২, ১২:৩২ পিএম

পটুয়াখালীঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার সকালে ভোটারদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদের প্রফেসর চিন্ময় বেপারী। এছাড়াও তিনি নির্বাচনের বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

এবার পবিপ্রবির শিক্ষক সমিতি নির্বাচনে ১৫ টি পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করবেন।

তাদের মধ্যে সভাপতি পদের জন্য নির্বাচনে আংশ গ্রহণ করছেন প্রফেসর জেহাদ পারভেজ ,প্রফেসর মোহাম্মদ জামল হোসেন,প্রফেসর ড. এস এম তাওহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করছেন প্রফেসর ড. শামীম মিয়া, প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া, প্রফেসর এ বি এম মাহবুব মোর্শেদ খান। এছাড়াও সহ সভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার প্রকাশক সম্পাদক সহ বিভিন্ন পদে একাধিক শিক্ষক নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

নির্বাচন কে সামনে রেখে এরই মধ্যে প্রচার- প্রচারণা শুরু করছেন পদপ্রার্থী শিক্ষকেরা।

সাব্বির হোসেন/এমএম