নোবিপ্রবিতে ওয়েবিনারে বন্যপ্রাণী সংরক্ষণ ও বাসস্থান নিশ্চিতের আহবান

নোবিপ্রবি প্রতিনিধি মার্চ ৫, ২০২২, ০১:২৫ পিএম

নোয়াখালীঃ "বিশ্ব বন্যপ্রাণী দিবস  ২০২২ " উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ওয়েবিনার শুক্রবার (৪ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিবেশ দূষণ ও ঝুঁকি মূল্যায়ন ল্যাব  এবং প্রাণিবিদ্যা বিভাগ যৌথভাবে এ আয়োজন করে। ওয়েবিনারে বন্য প্রাণী সংরক্ষণ এবং সঠিক বাসস্থান নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আহবান জানান অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদার-উল-আলম।বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড.মো. আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ ফিরোজ জামান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো: ইউনুস মিয়া, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, মাভাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, শাবিপ্রবির স্কুল অব এগ্রিকালচার ও মিনারেল সায়েন্সের ডিন ড. মোহাম্মদ রেদওয়ান। প্রধান বক্তা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবন নাহার।

ওয়েবিনারে দেশের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।এছাড়াও সেমিনারে সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও অন্টারিও বিশ্ববিদ্যালয়ের  গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আগামীনিউজ/এমবুইউ