ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর বার্ষিক কর্মশালা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চাষি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
বাউএক এর পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, বাউএক এর সাবেক পরিচালক ও বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন বলেন, কৃষির উন্নতির প্রথম চর্চা এদেশের কৃষি গ্রাজুয়েটরা শুরু করেছিলো। কৃষিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে কৃষির বৈচিত্রতা সৃষ্টি হয়েছে। কৃষির উৎকর্ষ সাধনে মেধাবীরা কৃষকের সাথে কাজ করার মাধ্যমে দেশের কৃষি আরো এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি। ইতোমধ্যে ধান, আলু, ফল ও সবজি উৎপাদনে বিশ্বে আমাদের অবস্থান ঈর্ষনীয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, আজকের কর্মশালায় অর্জিত জ্ঞান আপনারা মাঠে গিয়ে কাজে লাগাবেন। এই জ্ঞান গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। বাউএক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় আপনাদের পাশে থাকবে।
আগামীনিউজ/এমবুইউ