মদপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২২, ০২:৫২ পিএম

রাজশাহীঃ অতিরিক্ত মদপানে মাসরুর মুহিত (২৩) নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২ জানুয়ারি ) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুহিত রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম সিরিজের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তিনি রুয়েট সংলগ্ন তালাইমাড়ীস্থ বিএসবি ছাত্রাবাসে থাকতেন।  

মুহিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রোকনুজ্জামান। তিনি বলেন, আমাদের ১৭তম সিরিজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যতটুকু শুনেছি সে কিছু পান করেছিল। তার লাশ মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় মতিহার থানায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার রাত ৮টা ১৫ মিনিটে মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজের ১৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন বলেন, অতিরিক্ত মদপান নাকি ভেজাল মদ খেয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, সেটি লাশের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। 

আগামীনিউজ/বুরহান