জাবিতে প্রজাপতি মেলা শুরু

জাবি প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০২১, ০২:১২ পিএম
ছবিঃ আগামীনিউজ

'উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি' স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১১তম প্রজাপতি মেলা শুরু হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল এগারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার।

এসময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, বার্ড ক্লাব বাংলাদেশের সভাপতি এনাম আল হক, পাখিপ্রেমী মি. পল, আইইউসিএন কান্ট্রি রিপ্রেজিন রাকিবুল আমিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার অবদান রেখে আসছে।  তরুন প্রজন্মকে প্রজাপতি সংরক্ষণের গুরুত্ব বোঝাতেই আমাদের এ আয়োজন।

প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য মেলায় সিরাজগঞ্জের আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলীকে 'বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২১' এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে 'বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট' এওয়ার্ড প্রদান করা হয়।

দিনব্যাপী এ মেলা শেষ হবে  বিকেল ৪টা । মেলায় এবছর থাকছে প্রজাপতি বিষয়ক এ্যাওয়ার্ড প্রদান, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শনী ও পুরস্কার বিতরণী।

সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে প্রতিবছর এ মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।

আগামীনিউজ/নাসির