গোপালগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২২, ২০২১, ০৮:১০ পিএম
ছবি: আগামী নিউজ

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ সোমবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা প্লাকার্ড প্রদর্শন ও দোষীদের শাস্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের কর্মসূচিতে বিএমএ-র সাধারন সম্পাদক ডা. হুমায়ুন কবির ও স্বাচিবের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ একাত্বতা প্রকাশ করেন।

গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ক্যাম্পাসের মসজিদের সামনের রাস্তার ওপর ক্রিকেট খেলছিলেন। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেখানে তাদের খেলতে নিষেধ করায় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্খীদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। 

পরে উভয় প্রতিষ্ঠানের ছাত্ররা সংঘটিত হয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন। প্রায় আড়াই ঘন্টা  ধরে চলা সংঘর্ষে মেডিকেল হাসপাতাল ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নেয়।এ সময় অধ্যক্ষের বাসভবন, মেইনগেটসহ বিভিন্ন ভবনের থাই গ্লাস ভাংচুর করা হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সদর থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য এবং সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহত ৪ ছাত্রকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, এখন পরিস্থিতি শান্ত। কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

আগামীনিউজ/ হাসান