জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছুদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহন করেছে জাবি ছাত্রলীগ।
এরই ধারাবাহিকতায় ভর্তিচ্ছুদের সহায়তায় সামিল হয়েছে শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ পরিবার। শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্য-সহায়তা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘শেখ রাসেল তথ্য সহায়তা কেন্দ্র'র দায়িত্ব পালন করেছে শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় তারা তথ্যকেন্দ্রটি থেকে ভর্তিচ্ছুদের পরীক্ষার হল শনাক্ত করে দেয়া ও পরীক্ষার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন।
জরুরী মুহূর্তে পরীক্ষার হলে ভর্তিচ্ছুদের পৌঁছে দিতে চালু রেখেছে 'জয় বাংলা বাইক সার্ভিস'। প্রায় ১৫ টি মোটর সাইকেলের মাধ্যমে দিনব্যাপি চলমান এ কার্যক্রমে অর্ধশতাধিক শিক্ষার্থীকে সেবাটি প্রদান করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়াও আগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদ খাবার পানি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।
পাশাপাশি মাইকে ঘোষণার মাধ্যমে পরীক্ষার নিয়মাবলি জানানো, হারিয়ে যাওয়া বিভিন্ন ডকুমেন্টস মালিককে ফেরত দেয়া সহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে এ তথ্যকেন্দ্র থেকে।
দিনব্যাপি এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ নেতা ৪৪ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, সাব্বির হোসেন নাহিদ, রাকিবুর রহমান বাপ্পি এবং আল আমিন ফাহিম।
এ কার্যক্রমে সহযোগীতা করেন ৪৫ ব্যাচের হল ছাত্রলীগ নেতা ফয়সাল খান রকি, রমিম মাহমুদ, সাজ্জাদ শোয়াইব, সোহেল রানা, তানজীর মেহেদী, এস এম আহসান আমিন ফাহিম, সাকিব শিকদার, হুমায়ন কবির রাসেল, জোবায়ের আহমেদ, শুভাশীষ ঘোষ, সরব ইসলাম রকিব ও মোঃ ইমরান হোসেন।
এছাড়াও শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগ কর্মী ৪৬ ব্যাচের শিক্ষার্থী আতিক মাহমুদ সজীব, ফখরুদ্দিন মো: কেফায়েত, রবিন সরকার, সাধন বিশ্বাস, ইমরান আহমেদ, মো: তুরাগ, মুন্সী শাহেদ ইভান, মেহেদী হাসান ইতু, তানভীর সিদ্দিকী, নসরত এ আলম সিদ্দিকি, আব্দুর রাজ্জাক, আহসান হাবিব, রকি রিমন, সালেম আল বাহার এবং রবি শংকর পাল রথি সহ হল ছাত্রলীগের প্রায় দেড় শতাধিক কর্মী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার জন্য আবাসনের ব্যবস্হাও করেছে শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
আগামীনিউজ/ হাসান