আগামী ১৭ নভেম্বরে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদেরকে করোনাভাইরাসের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকারি বাঙলা কলেজ প্রশাসন।
সোমবার (১৫ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. ফেরদৌসী খান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বাঙলা কলেজের ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সরকারি বাঙলা কলেজে ঢাকা হতে যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করবে তাদেরকে জানানো হচ্ছে যে, সরকার কতৃক নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে প্রত্যেক পরীক্ষার্থীকে টিকা গ্রহণ বাধ্যতামূলক।টিকা গ্রহণ ব্যতিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
এক্ষেত্রে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি ২টি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি ১ টি নিয়ে টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং টিকা কার্ড কেন্দ্র হতে সংরক্ষণ করা হবে।
উল্লেখ্য, টিকা গ্রহণের স্থান ও সময় বুধবার (১৭ নভেম্বর) ঢাকা কমার্স কলেজ চিড়িয়াখানা রোড মিরপুর -১, (ঢাকা)।ব্যাবসায় শিক্ষা সকাল ৯.০০ টায় মানবিক সকাল ১১ টায় এবং বিজ্ঞান দুপুর ১ টায় টিকা কার্যক্রম শুরু হবে।
আগামীনিউজ/ হাসান