জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের 'ডি' ইউনিটের ( জীববিজ্ঞান অনুষদের) ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ছেলেদের মধ্যে ৮৪. ২৭ মার্কস পেয়ে প্রথম হয়েছে ইয়ামিন হাওলাদার এবং মেয়েদের মধ্যে ৮৯.০৭ পেয়ে প্রথম হয়েছে নিশাত তারান্নুম।
গত ৯ ও ১০ নভেম্বর ১০টি শিফটে হওয়া এ পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এ গিয়ে দেখা যাবে।
জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার বলেন, মোট ৬৯২২৬ জন আবেদনকারীর মধ্যে ৪৫,৫৯৪ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৯,১৭২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। যা প্রায় ৪২.০৫ শতাংশ। বিভিন্ন ত্রুটির কারণে কারণে ৬২০ জন ভর্তি পরীক্ষার্থীর ওএমআর বাতিল করা হয়েছে।
এবার 'ডি' ইউনিটে মোট ৩২০টি আসনের বিপরীতে ৪৫,৫৯৪ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, শিফট ভিত্তিক পরীক্ষা হওয়ায় এ ফলাফল নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।