মহাখালীর ডিএনসিসি’র করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (২ নভেম্বর) চতুর্থ দিনে করোনা’র টিকা নিতে গিয়ে টিকা না পেয়ে ফিরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
তারা বলেন, দুপুর দুইটা পর্যন্ত টিকা দানের সময় থাকলেও দুপুর বারোটার পর আর কোনো শিক্ষার্থীকে টিকা নেওয়ার টোকেন দেওয়া হচ্ছে না। এতে টিকা না নিয়ে ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের।
সরকারি বাঙলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী আলিমুননেছা পিংকি বলেন, আমি সাভার থেকে টিকা দিতে এসেছি। তীব্র যানজটের ভোগান্তির পর এখানে সকাল ১১ টায় এসে শুনি আজকে আর টিকা দেয়া হবে না। এতদূর থেকে এসেও ফিরে যেতে হচ্ছে।
সোহারাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ইমাম হোসেন বলেন, প্রতিদিন যে পরিমাণ টিকা দেয়া হচ্ছে তা আমাদের সাত কলেজের প্রয়োজনের চেয়ে খুবই কম। ফলে দূর থেকে এসেও টিকা দিতে পারছি না।এর ফলে শিক্ষার্থীরা চরম দূর্ভোগ ও ভোগান্তির স্বীকার হচ্ছেন বলে জানান।
এর আগে কলেজ ভিত্তিক যেভাবে নোটিশ দেয়া হয়েছিলো সেটি বহাল থাকলে আমাদের এভাবে ভোগান্তির স্বীকার হওয়া লাগতো না।
এ বিষয়ে আজ মঙ্গলবার সাত কলেজের সমন্বয়ক (ভারপ্রাপ্ত) ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য মুঠোফোনে বলেন, শিক্ষার্থীদের আগ্রহ এবং ভোগান্তির কথা বিবেচনা করে সময় বাড়ানো হতে পারে। বিষয়টি নিয়ে আমরা আগামীকাল মিটিং করে সিদ্ধান্ত জানাতে পারবো।
এছাড়াও জন্ম সনদ নম্বর দিয়ে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে কেন পারছেন না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসকল শিক্ষার্থীর ডিজিটাল জন্ম সনদ রয়েছে তারা জন্ম সনদ নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। যাদের ডিজিটাল জন্ম সনদ নেই তারা অনলাইনে আবেদনের মাধ্যমে ডিজিটাল করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৪ শে অক্টোবর সাত কলেজের শিক্ষার্থীদের টিকা নেয়ার নোটিশ বাতিল করে ২৮ শে অক্টোবর পুনরায় নোটিশ প্রদান করা হয়। পরবর্তীতে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর মধ্যে টিকা টিকা নেয়ার।
আগামীনিউজ/ হাসান