শিল্পগঙ্গা‍‍`র উদ্যোগে পেইন্টিং কর্মশালা

জবি প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১০:২৫ পিএম

ঢাকাঃ শিল্পগঙ্গা'র উদ্যোগে ২ দিন ব্যাপি পেইন্টিং কর্মশলার  আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কর্মশালা উদ্বোধন করা হয়।

আব্দুস সাত্তার তৌফিক, সহযোগী অধ্যাপক 

ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী শহীদ,সহযোগী অধ্যাপক 

ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

জিয়াউর রহমান জয়, ফ্রিল্যান্স আর্টিস্ট এবং 

 আজমল হোসাইন,ফ্রিন্যান্স আর্টিস্ট।

উক্ত কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ আর্ট কলেজে সহ বিভিন্ন প্রতিষ্ঠানের চারুকলার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। শিল্প শিক্ষার্থীরা শুক্র ও শনিবার 

কেরানীগঞ্জ ডকইয়ার্ড ও পুরান ঢাকার ফরাশগঞ্জে ছবি আঁকেন। 

ছবি আঁকা শেষে প্রশিক্ষকরা সবার কাজ পরিদর্শন করেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন।

 

শিল্পী আব্দুস সাত্তার তৌফিক বলেন,"আউটডোরে কাজ করা অনেক চ্যালেঞ্জিং । বিভিন্ন প্রতিকূলতা থাকে।তারপও তোমরা সারাদিন খুব সুন্দর চেষ্টা করেছো । নিয়মিত কাজ করলে তোমরা অনেক ভাল করতে পারবে। বাসায় ও সবসময় সাবজেক্ট সাজিয়ে কাজ করবে।  "

 

শিল্পগঙ্গা'র সমন্বয়ক বাবুল হোসাইন সোহাগ বলেন,

'বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকার জনসন রোডে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে  যাত্রাশুরু হয়েছিলো বাংলাদেশের প্রথম চারুশিক্ষা প্রতিষ্ঠানের। বুড়িগঙ্গার তীরের  শিল্পযাত্রার স্মৃতিকে ধারণ করে শিল্প সত্ত্বার বিকাশ সাধনের লক্ষ্যে আমাদের ' শিল্পগঙ্গা'র উৎপত্তি! 

শিল্পের প্রতি যাদের ভালোলাগা আছে এবং যারা চারুশিল্প  শিক্ষার্থী সকলে নিয়মিত কাজ করুক আমরা এটাই কামনা করি।  

সার্বিক বিষয় দেখাশোনা ও সহযোগীতা করেন হাসান আলী,নাইম মৃধা,হামেদ হাসান,কালাম শিকদার সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ও খুব উচ্ছাস প্রকাশ করেছেন এবং আনন্দিত হয়েছে।

 

নাঈম মৃধা/